শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

ঝুলিতে ৫ জাতীয় পুরস্কার, গান প্রতি কত টাকা নেন শ্রেয়া!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৫৯ অপরাহ্ন, ১৮ই অক্টোবর ২০২৩

#

ছবি-ফাইল

একজন ভারতীয় বাঙালি নেপথ্য সঙ্গীতশিল্পী। তিনি বলিউডের অসংখ্য চলচ্চিত্রে গান গেয়েছেন। তাঁকে সর্বকালের সেরা ভারতীয় শিল্পীদের মধ্যে অন্যতম মনে করা হয়।

শ্রেয়া ঘোষাল গত দুই দশক ধরে উপমহাদেশের সবচেয়ে জনপ্রিয় সঙ্গীতশিল্পী। তাঁর ব্যক্তিত্বের জন্যও তিনি সর্বজন প্রশংসিত। উল্লেখ্য, শ্রেয়া ঘোষাল ভারতের সবচেয়ে বেশি মনোনয়ন পাওয়া ও পুরস্কার প্রাপ্তদের মধ্যে শীর্ষস্থানীয়।

হিন্দি ভাষা ছাড়াও তিনি বাংলা, নেপালি, তামিল, ভোজপুরি, তেলুগু, ওড়িয়া, গুজরাতি, মালয়ালম, মারাঠি, কন্নড়, পাঞ্জাবি ও অসমীয়া ভাষায় গান গেয়েছেন এবং নিজেকে ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শীর্ষস্থানীয় সঙ্গীতশিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

কেরিয়ারের পাঁচবার জাতীয় পুরস্কার পেয়েছেন শ্রেয়া ঘোষাল। বাংলা থেকে হিন্দি, তামিল, তেলুগু, একাধিক ভাষায় গান গেয়েছেন তিনি।

১৯৮৪ সালে মুর্শিদাবাদের বহরমপুরে শ্রেয়ার জন্ম। শৈশব থেকেই গানবাজনার প্রতি অমোঘ আকর্ষণ ছিল তাঁর। কাঁচা বয়স থেকেই শুরু হয়ে গিয়েছিল সঙ্গীতচর্চা। মাত্র ছ'বছর বয়স থেকে শাস্ত্রীয় সঙ্গীতে তালিম নেওয়া শুরু করেছিলেন তিনি।

আরো পড়ুন: শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসছেন সায়নী দত্ত

১৯৯৬ সালে 'সারেগামাপা'-র হাত ধরে প্রথম জনপ্রিয়তা পান শ্রেয়া। তখন তাঁর বয়স মাত্র ১২। সেই রিয়্য়ালিটি শোয়ের বিজয়ীর শিরোপা ওঠে তাঁর মাথায়। এর পরেই বলিউডে গান গাওয়ার সুযোগ আসে তাঁর কাছে।

'দেবদাস'-এর হাত ধরে যাত্রা শুরু করে আর পিছনে তাকাতে হয়নি শ্রেয়াকে। দু'দশকেরও বেশি সময় ধরে রাজত্ব চালাচ্ছেন তিনি। কিন্তু জানেন কি, এক-একটি গানের জন্য কত পারিশ্রমিক নেন বাঙালি গায়িকা?

একাধিক সংবাদমাধ্যমের দাবি, প্রতি গান পিছু ২৫ লক্ষ টাকা করে নেন শ্রেয়া। এ বিষয়ে যদিও গায়িকা বা তাঁর টিমের পক্ষ থেকে কোনও শিলমোহর বসানো হয়নি।

শ্রেয়ার থেকে বিশেষ থেকে পিছিয়ে নেই অরিজিৎ সিং। খুব কম সময়েই বলিউডে নিজের জায়গা পাকা করে ফেলেছেন বাংলার গায়ক।

সংবাদমাধ্যমে দাবি, গান পিছু ১০ লক্ষ টাকা পারিশ্রমিক নেন অরিজি‍ৎ। কনসার্টের ক্ষেত্রে সেই অঙ্ক গিয়ে দাঁড়াতে পারে দেড় কোটিতে। এ বিষয়ে যদিও গায়ক বা তাঁর টিমের পক্ষ থেকে এই তথ্যকে কোনও মান্যতা দেওয়া হয়নি।

এসি/ আই.কে.জে/



জাতীয় পুরস্কার শ্রেয়া

খবরটি শেয়ার করুন